রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজের অগ্নিকান্ডে হবিগঞ্জের বাসিন্দা ও ফিলিপাইনের নাগরিক মা-মেয়ে নিহত হয়েছেন। ‘কাচ্চি ভাইয়ে’ খাবার আনতে গিয়ে তারা এ ঘটনার শিকার হলেন।
হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা শুক্রবার (১ মার্চ) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করে।
নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪০) ও মেয়ে প্রিয়াংকা রায় (১৭)।
নিহত রুবি ফিলিপাইনের নাগরিক। প্রায় ২৮ বছর আগে বাংলাদেশী নাগরিক উত্তম কুমারের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতদের পরিবারের বরাতে গোয়েন্দা সূত্রটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মা-মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে কাচ্চি ভাই রেস্তোরাঁ থেকে খাবার আনতে গিয়েছিলেন। পরে সেখানে অগ্নিকান্ডের ঘটনায় নিহত হন।
নিহত প্রিয়াংকা রায়ের বড় চাচা বিষ্ণু রায় জানান, উত্তম ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত থাকা অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে উত্তম পোল্যান্ড যান। এসময় তিনি স্ত্রী-কন্যাকে দেশে রেখে গিয়েছিলেন।
মা-মেয়ে রাজধানীর মালিবাগে থাকতেন। মৃত্যুর খবর পেয়ে উত্তম রায় পোল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
যাযাদি/ এস