বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
সুগার মিলের আগুন নেভানোর আগেই 

কর্ণফুলীতে ১৮ বসত ঘর ও গবাদি পশু পুড়ে ছাই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ মার্চ ২০২৪, ১০:১৩
কর্ণফুলীতে ১৮ বসত ঘর ও গবাদি পশু পুড়ে ছাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন নেভানোর আগেই বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ বসতঘর ও ২ টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৩ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামের সৈন্যার গুষ্ঠির বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থরা হল মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুর।

স্থানীয়রা আরও জানান, মো. ইসলামের গোয়াল ঘরে লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাশের ১৮ টি বসতঘরে। এ সময় নগদ টাকা, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ইসমাইলের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি জানান, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অনেকটা পুড়ে যায়। বেঁড়া ও টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের আগুন নিয়ন্ত্রনে আসার আগেই বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আগুন আতঙ্ক বিরাজ করছে। আগুনে এস আলম সুগার মিলের ১ লাখ মেট্টিক টন চিনি পুড়ে ছাই হয়ে যায়। এ আগুন ভোর রাতেও নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে