শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মেলান্দহে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ১৭ মার্চ ২০২৪, ২০:১৬
মেলান্দহে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

"বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে" এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জাতির জনক এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) হলরুমে এক আলোচনা সভা করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো: কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো: জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মো: রফিকুল হক।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, ইত্তেফাক সংবাদদাতা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল প্রমুখ। এছাড়াও সুশীল সমাজ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার হাসপাতাল ও এতিম খানায় ইফতার বিতরণ করা হয় এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনালেখ্যের উপর নির্মিত বিভিন্ন প্রামান্য চিত্র ও ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে