শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মোল্লাহাটে গণহত্যা দিবস পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৫ মার্চ ২০২৪, ১৯:২৬
মোল্লাহাটে গণহত্যা দিবস পালিত

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, শেখ রেজাউল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পল্লীবিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমূখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে