শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
পটিয়ায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি

নানা চড়াই উৎরাই পেরিয়ে অগ্রযাত্রার ধারায় উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৪, ২০:০৪
নানা চড়াই উৎরাই পেরিয়ে অগ্রযাত্রার ধারায় উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন,পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে উড়েছিল লাল-সবুজের পতাকা। সেই স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪ তম বার্ষিকীতে বাংলাদেশ আজ অন্যন্য উচ্চতায় বিশ্বের দরবারে পৌঁছে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে নানা চড়াই উৎড়াই পেরিয়ে অগ্রযাত্রার ধারায় এখন উন্নয়নশীল হওয়ার পথে দেশ এখন স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হওয়ার।

মঙ্গলবার (২৬ মার্চ) চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়া-১২ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।

পরাধীনতার শৃঙ্খল ভাঙার সেই দিন উদযাপনে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে পুরো পটিয়া। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আনন্দক্ষণ উদযাপনে প্রস্তুতি কোন অংশে কমতি ছিল না।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ঋষি বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ উল্লাহ, এড. বেলাল উদ্দিন, এম এ রহিম, মো. এমরান, ইউনুস মেম্বার, আবু সুফিয়ান টিপু, আজিমুল হক, জিরি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, মোজাম্মেল হক রাজধন, আলমগীর আলম, এম এন এ নাছির, জেলা যুবলীগের সদস্য আবদুল হান্নান লিটন, এড. এম হোসেন রানা, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর চৌধুরী, কাজী মোরশেদ, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, ডি এম জমির উদ্দিন, কোলাগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী, মামুনুর রশীদ রাসেল, সাইফুল্লাহ পলাশ, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, যুবলীগ নেতা মোরশেদুল হক, মাওলানা আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন, ইকবাল চৌধুরী, শৈবাল বড়ুয়া প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে স্মৃতিসৌধগুলোতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি পটিয়া স্কুল মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পটিয়া উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন স্কুল, বিভিন্ন দল ও সংগঠন অংশ নেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে