শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোসাইরহাটে জাটকা ইলিশসহ ট্রলার জব্দ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
  ৩০ মার্চ ২০২৪, ১৫:৪৯
গোসাইরহাটে জাটকা ইলিশসহ ট্রলার জব্দ

শরীয়তপুরের গোসাইরহাটে ১৬০ কেজি জাটকা ইলিশসহ একটি ট্রলার জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (৩০ মার্চ) সকালে জয়ন্তী নদি দিয়ে যাওয়ার সময় ৠষি বাড়ীর সামনে নদি থেকে এ মাছ জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।

অফিস সূত্রে জানায়, উপজেলার সাতপাড় মৎস্য আড়ৎ থেকে ট্রলার দিয়ে জাটকা ইলিশ নিয়ে ডামুড্যা এলাকায় যাচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সকালে জয়ন্তী নদিতে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার থেকে ১৬০ কেজি জাটকা ইলিশ ও ট্রলার জব্দ করা হয়। অবৈধ ভাবে এসব জাটকা মাছগুলো ঢাকায় পাচার হচ্ছিলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে জাটকা ইলিশ পরিবহনের সময় ট্রলারসহ জাটকা মাছ জব্দ করা হয়৷ পরিবহন করা ট্রলারটি জব্দ তালিকায় রাখা হয়েছে৷ পরে মাছ গুলি এতিমখানা বিতরণ করা হয়েছে৷

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে