শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইস্টার সানডে কেক উপহার দিল সেনাবাহিনীর

থানচি (বান্দরবান ) প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৪, ১৯:৫৬
ইস্টার সানডে কেক উপহার দিল সেনাবাহিনীর

বান্দরবানে থানচি ও রুমা দুই উপজেলার সীমান্তে অবস্থানরত ৫ গ্রামের বাসিন্দাদের খ্রীষ্টান ধর্মের বড় উৎসব ইস্টার সানডে উৎসবটি জাক জমক ভাবে পালনের সেনা বাহিনীর পক্ষে একটি ৫ টি কেক উপহার দিয়েছে।

রবিবার (৩১ মার্চ) দুপুরে দুই উপজেলার সীমান্তবর্তী প্রাতা বম পাড়া গীর্জা প্রাঙ্গনে দুই পউন্টে কেক উপহার ৫ গ্রামে প্রধানদের হাতে তুলে দিয়েছে বাকলাই সেনা ক্যাম্পের আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন, গ্রাম গুলি মধ্যে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাসিরাম ত্রিপুরা,বাকলাই বম পাড়া, থানচি উপজেলা সদর ইউনিয়নের প্রাতা বম পাড়া, থাংদয় বম পাড়া, সিংত্লাংপি বম পাড়া।

কেক উপহার পেয়ে বাকলাই বম পাড়ার প্রধান রোয়ালরেম বম বলেন, গত বছরে দির্ঘ ৯ মাস গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানের যাযাবর অবস্থায় ছিলাম। ফিড়ে এসে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়াই সেনা বাহিনীর সহযোগীতা পেয়ে আমরা খুবই খুশি।

প্রাতা বম পাড়ার প্রধান রনি বম বলেন, সেনা বাহিনীর দেয়ার কেক আমাদের পাড়ার সকল সদস্যদের নিয়ে ইস্টার সানডে পালন করবো। আমরা সেনা বাহিনীর সহায়তা সুরক্ষিত রয়েছে।

সিংত্লাংপি পাড়ার প্রধান লালমোহন বম বলেন,প্রতি বছর আমরা ইস্টার সানডে কেক কাটা মধ্য দিয়ে পালন করা হতো। কিন্তু চলতি বছরে অর্থনৈতি অসুবিধা কারনে নিরাশা দিন যাপন করেছিলাম। কিন্তু আমাদের নিরাশা একটি আশা স্বপ্ন দেখিয়েছে সেনাবাহিনীর সুতারাং তাদের অভিনন্দন ও আন্তরিকভাবে আর্শীবাদ করি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে