শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজস্থলীতে অসহায়দের মাঝে টিসিবি পণ্য বিতরণ

রাজস্থলী প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৮
রাজস্থলীতে অসহায়দের মাঝে টিসিবি পণ্য বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে সোমবার ( ১ এপ্রিল) রাজস্থলী উপজেলাধীন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় ১ হাজার ১৬৩ জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।

ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময়, টিসিবির ডিলার জিকো বড়ুয়া, ইউপি সদস্য জয়নুল মেম্বার মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম জানান, ৫৪০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল ও ১ কেজি চিনি তুলে দেওয়া হয়েছে। এবার নতুন ভাবে চিনি সংযুক্ত করা হয়েছে। অন্য দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে