শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লামা-আলীকদমের ১০ হাজার মানুষ পাবেন ম্যালেরিয়ার ভ্যাকসিন

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ০১ এপ্রিল ২০২৪, ২০:৩২
লামা-আলীকদমের ১০ হাজার মানুষ পাবেন ম্যালেরিয়ার ভ্যাকসিন

২০৩০ সাল নাগাদ ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে সারা দেশের মধ্যে বান্দরবানে লামা-আলীকদম উপজেলায় ম্যালেরিয়ার সংক্রমণ সবচেয়ে বেশি। এজন্য বর্তমান চলমান সেবা পাশাপাশি ম্যালেরিয়া টিকা ও ঔষধ প্রয়োগ হতে পারে যুগোপযোগী পদক্ষেপ। সে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে ম্যালেরিয়া নির্মূলের নতুন কার্যকারিতা নিয়ে একটি গবেষণা শুরু করেছে বান্দরবানে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ম্যালেরিয়া নির্মূলে গবেষণা “ সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ” শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিং এ গবেষণা বিষয়ক উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও প্রধান গবেষক অধ্যাপক (ডা:) মো. আবুল ফয়েজ। এসময় বক্তব্যের তিনি জানান, লামা ও আলীকদম উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ ১০০টি পাড়ার ১০ হাজার মানুষকে নির্বাচিত করে চার বছরে ধাপে ধাপে এ ম্যালেরিয়া টিকা ও ঔষধ প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. জেসমিন আক্তার এর সঞ্চালনায় এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও প্রধান গবেষক অধ্যাপক (ডা:) মো.আবুল ফয়েজ আরো বলেন, চলমান সেবার মধ্যে মশার কামড় থেকে বাঁচার জন্য কীটনাশকযুক্ত মশারি এবং অন্যান্য চলমান প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। বাড়ির কাছের স্বাস্থ্যকর্মী দিয়ে দ্রুত ম্যালেরিয়া রোগ নির্ণয় করা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া।

ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া। তিনি আরো বলেন, ম্যালেরিয়া নির্মূলের চলমান সেবার পাশাপাশি সবার জন্য ম্যালেরিয়ার টিকা এবং ঔষধ প্রয়োগ হতে পারে যুগোপযোগী পদক্ষেপ। সে লক্ষ্যে ম্যালেরিয়া নির্মূলের নতুন টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে লামা-আলীকদমে।

এই গবেষণায় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ম্যালেরিয়ার টিকা ব্যবহার করা হবে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এই টিকা ইতিমধ্যে ৭৭% উচ্চ কার্যক্ষমতা আছে বলে প্রমাণিত হয়েছে।

প্রেস ব্রিফিং আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন ডা. মো. মাহাবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন এম এম নয়ন সালাউদ্দিন সহ প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে