শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৪, ১৬:০১
গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে এমপি নাহিদ

শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ গোলাপগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পাঁচমাইল বাগরখলা, হাজিপুর, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কামার গ্রামসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে খোঁজ খবর নেন। শুকনা হাজিপুরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বাড়ীগুলো পরিদর্শন শেষে তিনি বলেন শিলা বৃষ্টিতে যে পরিমান ক্ষতি হয়েছে তা নজির বিহীন।

আমার ৮০ বছর বয়সে শিলা বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতি কখনো দেখিনি। কয়েক হাজার ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমি ঘটনার পরপরই খোঁজ খবর নিয়েছি। ক্ষয় ক্ষতির বিষয়টি আমি উর্ধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

যে পরিমান ক্ষতি হয়েছে তা কাঠিয়ে উঠতে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে। সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা তৈরি করা হচ্ছে, এ ক্ষেত্রে সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

এসময় এমপি নাহিদের সঙ্গে ছিলেন গোলাপগঞ্জ পৌসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, আওয়ামীলীগ নেতা, আলিম উদ্দিন বাবলু, ইসমাইল আলী, নুরুল আলম, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন, ফখরুল ইসলাম, কৃষকলীগ নেতা আনোয়ার সোনা, যুবলীগের মনিরুল হক পিনু, পরিবহন শ্রমিক নেতা আব্দুর রহিম লিলু, আজমল হোসেন মেম্বার প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে