শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে জেলা পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৪
গোপালগঞ্জে জেলা পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আল বেলী আফিফা। রোববার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইনস গ্রীল সেডে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

পরে তিনি এসব মানুষের সাথে ফটোসেশনে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ী, পোলাও চাল, সাধারন চাল, আলু, খেঁজুর, লবন, চিনি, সিমাই, দুধ ও সয়াবিন তেল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সহকারি পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আনিচুর রহমান, পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মোঃ মতিয়ার রহমান সহ জেলার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, আমাদেরকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভাল মনের মানুষ। উনি সবসময় তৃতীয় লিঙ্গের মানুষকে সাহায্য সহযোগিতা করেন। আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

তৃতীয় লিঙ্গের আরেক সদস্য ময়ুরী বলেন, আগে কোন স্যার এভাবে আমাদের কথা ভাবেনি। এই স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন, আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের ম‚ল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা হাবিব স্যারের জন্য দোয়া করি যাতে আল্লাহ উনার মঙ্গল করেন। পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

পরে পুলিশ সুপার আল বেলী আফিফা গোপালগঞ্জ থানা ভবনের ৪ তলার ছাদের ছাদ বাগান পরিদর্শন করে সেখানে একটি আম গাছের চারা রোপন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে