শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৪, ১৫:২৭
নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, সমাজসেবা অফিসার জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ.ম.প আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে