শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাগদুলী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষকদের মিলন মেলা  

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
  ১২ এপ্রিল ২০২৪, ২১:৪৮
ছবি : যায়যায়দিন

এসো মিল প্রাণের বন্ধনে, বাগদুলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, স্লোগানকে সামনে রেখে বাগদুলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সংসদের আয়োজনে শুক্রবার দিন ব্যাপী এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বাগদুলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সংসদের সভাপতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইলতুৃৎ মিস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়ন পরিষদের আলহাজ মো হাবিবুর রহমান প্রামানিক, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হোসাম হায়দার, সাবেক প্রধান শিক্ষক এস এম আতাউল্লাহ শামীম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক, মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান রহিম মিয়া প্রমুখ। দিন ব্যাপী মিলন মেলায় বিভিন্ন খেলাধুলা, রাফেল ড্র, বালিশ খেলা,দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা হয়, পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটি। এছাড়াও বন্ধুদের সাথে পরিচিত ব্যাচ ওয়ায়িজ,গুরুপ ছবি তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯৭০ সালের শিক্ষার্থী ও চলমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মিলন মেলায় সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। একই সাথে অনেকেই এসেছেন পরিবার বর্গ নিয়ে। এ যেন এক মহা মিলন মেলায় রুপ নেয় বন্ধু মহল।

আগামীতে আরো সুন্দর করে এ অনুষ্ঠান করার পরিকল্পনার কথা বলেন আয়োজন কমিটি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে