শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শ্রীবরদীতে হাতি মানুষের দ্বন্দ নিরসনে এমপি'র মতবিনিময়

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৩
ছবি : যায়যায়দিন

শেরপুরের শ্রীবরদীতে হাতি মানুষের দ্বন্দ নিরসনে হাতি কবলিত এলাকায় শেরপুর-৩ আসনের এমপি এ.ডি.এম শহিদুল ইসলাম কৃষকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার(১২ এপ্রিল) সন্ধ্যায় বালিজুরি বাজারে এ মতবিনিময় করেন। বালিজুরি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য নুর হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, হাতি মানুষের দ্বন্দ নিরসনের জন্য আমি মহান জাতীয় সংসদে কথা বলেছি। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন মমতাময়ী মা।

তিনি আমায় আমায় ডেকে নিয়ে বলেছেন হাতি মানুষের দ্বন্দ নিরসনে যা কিছু প্রয়োজন, আমি করে দিবো। তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা হাতি তাড়াতে গিয়ে বিদ্যুতের শক দিয়ে হাতি মেরে ফেলবেন না। হাতি মারলে আন্তর্জাতিক আদালতে মামলা হবে। কাজেই এ কাজ করা যাবে না। এসম আরো বক্তব্য রাখেন রাণীশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ মোনায়েম ও যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে