মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদ শেষে ঢাকায় ফেরার গাড়ির চাপ কমেছে পদ্মা সেতুতে

ইমরান হোসাইন, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৬ এপ্রিল ২০২৪, ১১:২১

পবিত্র ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখ মিলিয়ে মোটামুটি লম্বা ছুটি কাটিয়ে অফিস খোলার দ্বিতীয় দিনেও পদ্মাসেতু হয়ে নির্বিঘ্নে ঢাকায় ফিরছে দক্ষিণ বঙ্গের মানুষ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজায় থেমে থেমে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।

পদ্মা সেতু হয়ে দ্রুত পারাপারের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে ঢাকা মুখী কয়েকজন পথচারী জানান, আগে ঈদযাত্রা মানেই পদ্মানদী নামক ভোগান্তির কথা মনে করেই আঁতকে উঠতে হতো। দুই পারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হতো। তবে পদ্মাসেতু হওয়ায় এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে প্রাইভেটকারের পাশাপাশি বাসসহ অন্যান্য গণপরিবহনের চাপ কিছুটা কম দেখা গেলেও মোটরসাইকেলের চাপ ছিলো ব্যাপক। কিছুক্ষণ পরপরই সেতু পার হতে টোল প্লাজার মুখে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে মোটরসাইকেল আরোহীদের।

পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা থেকে জানানো হয়, গতকাল সোমবার পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজায় গাড়ির ব্যাপক চাপ ছিলো। তবে মঙ্গলবার গাড়ির চাপ কিছুটা থাকলেও গতকালের তুলনায় অনেকটাই কম। গাড়ির চাপ থাকায় গত ২৪ ঘন্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত মিলে ৩৫ হাজার ৫ শত ১৩ টি গাড়ি পারাপার করে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লক্ষ ৩৪ হাজার ৪ শত ৫০ টাকা।

পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজার ম্যানেজার মাহাবুবুর রহমান মিলন ২৪ ঘন্টায় টোল আদায়ের পরিমাণ নিশ্চিত করে জানান, রোববার কিংবা সোমবারের তুলনায় গাড়ির চাপ মঙ্গলবার কিছুটা কম রয়েছে। তবে কিছুটা চাপ থাকলেও পথচারীরা কোন প্রকার ঝামেলা বা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পারাপার হচ্ছেন পদ্মা সেতু।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে