বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৩১
কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি
কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি

'কৃষক বাঁচাও দেশ বাঁচাও' এই শ্লোগান নিয়ে শুক্রবার বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বাংলাদেশ কৃষকলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজাহারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রী মতি রত্না রানী, পৌর কৃষকলীগের সভাপতি ফজলার রহমান প্রমুখ। পরে কেক কাটা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে