শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে গরু, ছাগল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৯:২৩
লোহাগড়ায় অসহায় ও দুস্থদের মাঝে গরু, ছাগল, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্হদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার গরু, ছাগল, ইজিভ্যান, সেলাই মেশিন, ঢেউটিন ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মরিচপাশা এলাকায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মোল্যা মেশারফ হোসেন কামরুল মো: বাবলু মিয়া, নির্বাহী পরিচালক আতাউর রহমান অঝর, সহসভাপতি মোল্যা ইমদাদুল ইসলাম, প্রচার সম্পাদক দেলায়ার হোসেন সাঈদী, নাঈমুল ইসলাম ইমন, আলিমুজ্জামানসহ প্রমূখ।

উপকারভোগীদের মাঝে ১৩টি ছাগল, একটি গরু, দু’টি ঘর নির্মাণর জন্য ঢেউটিন, দু’টি সেলাই মেশিন, একটি ইজিভ্যান এবং একজন মেধাবীকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। ২০২০ সাল থেকে মোল্যা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ ধরণের কার্যক্রম করে আসছে। এর আগে চিকিৎসা, শিক্ষা, ঘর নির্মাণসহ বিভিন মানবিক ও সামাজিক কাজে মরিচপাশা, বাবরা এবং নাওরা গ্রামের অনেক মানুষ উপকৃত হয়েছেন বল জানিয়েছেন উপকারভোগীরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে