শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না- ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৯:৩১
সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না- ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান

সরকারের ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এম.পি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ কোন অবস্থাতেই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা যাবে না। মধুখালীতে যে ঘটনা ঘটেছে সে ঘটনার ন্যায় বিচার যাতে পাওয়া যায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে। যে ঘটনা তা সহ্য করার মত না হলেও এটিকে কেন্দ্র করে আর যাতে কোন অঘটন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে। এ ন্যায় বিচার জনগন দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে যাতে ঘটনার সাথে জড়িতদের খুজে বের করা হয়। সরকারের বিভিন্ন বিভাগ ঘটনার তদন্ত করছে। আশা করছি সংশ্লিষ্ট বিভাগ শ্রীঘ্রই জড়িতদের সনাক্ত করতে সক্ষম হবে।

তিনি আজ শনিবার দুপুর ১ টার দিকে মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে পিটিয়ে ২জন নির্মাণ শ্রমিককে হত্যাকরে ফেলে রাখা উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫) এর বাড়িতে পিতা-মাতাকে সান্তনা দিতে এস কথাগুলো বলেন।। ধর্মমন্ত্রী নিহত দুই আপন ভাইয়ের মাকে সান্তনা দিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ ঘটনার খোজ রাখছেন। আপনারা ন্যায় বিচার পাবেন। ধৈর্য ধরতে হবে। আল্লাহর উপর ভরসা রাখুন ,ন্যায় বিচার হবে ইনশাল্লাহ। এসময় প্রধানমন্ত্রী পক্ষ হতে পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

এ সময় ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান,ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার,ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার,পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহেমেদ অনীক,জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক,সাধারন সম্পাদক ইশতিয়াক আহমে আরিফ,মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,সহ জেলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জেলা উপজেলা আওয়ামীলীলীগের নেতৃবৃন্দ।।

উল্লেখ্য,ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সার্বজনীন কালি মন্দিরে আগুন দেয়ার অভিযোগে ওই স্কুলে দ্বিতলা বিশিষ্ট ওয়াশ বøক নির্মাণে নিয়োজিত শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছে। উক্ত ঘটনায় উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই ২জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি মধুখালী থানার ওসিসহ ৭জন আহত হন। হামলার ঘটনায় নিহত দুই ভাই উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান (১৭) ও আরসাদুল খান (১৫)। এসময় জনতা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় এবং স্কুলের ভিতরে অবস্থারত নির্মান শ্রমিকদের উপর হামলা করে তাদেরকে নিহত ও আহত করে।

আহতদের মধ্যে মধুখালী থানা পুলিশের একাধিক সদস্য রয়েছেন। জানা যায়, কয়েকদিন ধরে স্থানীয় কালি মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ওয়াশ বøক ণির্মানের কাজ চলছিলো। হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লী কালি মন্দিরে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এঘটনায় তিনটি মামালা দায়ের হয়েছে এবং ১ জন আটক আছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে