শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

৩৮ ডিগ্রি তাপমাত্রায় আড়াইহাজারের জনজীবন বিপর্যস্ত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৯:৩৯
৩৮ ডিগ্রি তাপমাত্রায় আড়াইহাজারের জনজীবন বিপর্যস্ত

তীব্র তাপদাহে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার জনজীবর বিপর্যস্ত হয়ে পড়েছে। এ দিনে আড়াইহাজারের সর্বোচ্চ তাপমাত্র ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এমন তাপমাত্রায় রাস্তা ঘাটে লোকজনের চলাচল কমে গেছে। যারা চলাচল করছেন তাদেরকে বিভিন্ন পানীয়, সরবতের দোকান, বিভিন্ন আচার চাটনীসহ তৃষ্ণা নিবারণ করে এমন সব দ্রব্যের দোকান গুলোতে ভীর করতে দেখা যায়।

শনিবার হাসপাতাল ছাড়া সব সরকারী অফিস বন্ধ থাকার কারণে অফিসিয়াল কর্মকর্তা কর্মচারীরা রাস্তা ঘাটে চলাচল বা অফিস না করলেও সাধারণ জনগন তো চলাচল করছে। কিন্তু প্রচন্ড তাপদাহে স্বাভাবীক জীবন যাত্রা চরম ভাবে ব্যহত হচ্ছে। তাপমাতার আধিক্যের কারণে হাট বাজার বা শপিং মল গুলোতেও লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে।

প্রখর রৌদ্রের কারণে বাজারে রাস্তার দু পাশে ভ্রাম্যমান দোকানপাট ও তেমন বসতে দেখা যায়নি। রাস্তা ঘাটে যানবাহনের সংখ্যাও কম লক্ষ্য করা গেছে।

এ অবস্থায় এলাকায় বিভিন্ন রোগে লোকজন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে লোকজনদেরকে রৌদ্রে খুব বেশি চলো ফেরা করতে বারণ করা হয়েছে এবং পানি বেশি করে পান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে