সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান, আটক ৩

সিলেট অফিস
  ২১ এপ্রিল ২০২৪, ১৭:৩৬
সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান, আটক ৩

সিলেটের এয়ারপোর্ট থানার কলবাখানী চাষনীপীর এলাকা থেকে তিনজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শানিবার (২০) এপ্রিল রাত সাড়ে ১১টায় এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের দিকনির্দেশনায় এয়ারপোর্ট থানার ওসির নেতৃত্বে কলবাখানি চাষনীপীর রোডের ইকবাল মিয়ার গ্যারেজের জুয়ার স্পটে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজন জুয়াড়িকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, এমদাদুল তালুকদার (৪৫), মখলিছুর রহমান (৪৫) ও মো. সোহাগ (২৫)। আটককৃতদের আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি আরও জানান, মাদক, জুয়া, চোরাচালান ও অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধ দমনে এসএমপি পুলিশের অভিযান অব্যাহত আছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে