শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

বরুড়া প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৪, ১৯:৫৩
আপডেট  : ২১ এপ্রিল ২০২৪, ২০:১১
বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার ২১ এপ্রিল অন-লাইনে ও বিভিন্ন জায়গা থেকে এই মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল হোসেন এর শ্যালক আওয়ামীলীগ নেতা হামিদ লতিফ ভুইয়া (কামাল) , বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক চারবারের সংসদ সদস্য আব্দুল হাকিম এর ছোট ছেলে এ এম এন মইনুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান(মহিলা ) পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহবায়ক কামরুন্নাহার শিখা, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী দেলোয়ারা বেগম, বরুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মর্জিনা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান(পুরুষ ) পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, তরুন সমাজ কর্মী শাহ মোঃ কামাল হোসেন ভূঁইয়া, মোঃ কবির আহমেদ ভূইয়া ও এডভোকেট আবদুর রহিম। আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে