শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে ৩টি পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৫৫
আড়াইহাজারে ৩টি পদে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন ২১ মে অনুষ্ঠিতব্য উপজেরা পরিষদ নির্বাচনে প্রার্থিতা করার জন্য তিনটি পদে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ১৪টি মনোনয়নপত্র জমা দেয়া হলে মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিস সব কয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দিয়েছেন।

সহাকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহবুবুর রহমান রোমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আজাদ খান সোহাগ, সাবেক ভিপি কাজী সুজন ইকবাল, দুপ্তারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ও খাগকান্দা এলাকার বাসিন্দা জাহেদুল হক মোল্লা ।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আড়াইহাজার উপজেলার সর্ব প্রথম ও একমাত্র মহিলা ইউপি চেয়ারম্যান ( দুপ্তারা ইউপির সাবেক চেয়ারম্যান) শাহিদা মোশারফ । তবে এ পদে আর কোন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দেননি। তাই শাহিদা মোশারফ এর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। প্রার্থীরা সবাই আওয়ামী লীগ সমর্থিত বলে নির্বাচন অফিস জানায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে