শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৭
বাকেরগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার 

প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাকেরগঞ্জে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

আজ সকাল দশটায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ও বরিশাল ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আতিকুল আলমের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার রায়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনারে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার, বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান ডাকুয়া, সাবেক প্যানেল মেয়র, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান জোমাদ্দার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি জুয়েল তালুকদার, দৈনিক যায়যায়দিন ও ইংরেজি দৈনিক বিজনেস টাইমস প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা তুহিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, এবং বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১৫ জন প্রবাসী বাংলাদেশী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব দীপক কুমার রায় বলেন বর্তমান সরকার প্রবাসীদের পাশে আছেন সবসময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যে সকল প্রবাসী বাংলাদেশী প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন ও প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এর কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান যথা সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে