শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মহেশখালী কোহেলিয়া নদীতে ছোট মাছ ধরার অপরাধে সরঞ্জামসহ আটক ৫

মহেশখালী প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৫
মহেশখালী কোহেলিয়া নদীতে ছোট মাছ ধরার অপরাধে সরঞ্জামসহ আটক ৫

মহেশখালী উপজেলার মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি রাত থেকে সকাল পর্যন্ত কোহালিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ ঘোষিত চরঘেরা জাল দিয়া ছোট ছোট মাছ রেনু পোনা মৎস্য ডিম ধ্বংস ও মৎস্য সম্পদ বিনষ্ট করার অপরাধে ৫জনকে গ্রেফতার করে ৷ তাদের সাথে ৩টি জাল ও একটি ইঞ্জিনবিহীন নৌকা জব্দ করে ৷

সোমবার (২৩ এপ্রিল) দিবগত রাত থেকে সকাল রাত অনুঃ ১২.০০ ঘটিকা হইতে সকাল ০৭.০০ ঘটিকা পর্যন্ত মহেশখালী (মাতারবাড়ী) নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, মোঃ মাইনুল আহসান কবির এর নেতৃত্বে মহেশখালী অভিযান পরিচালনা করেন ৷

আটককৃত হলেন, ০১। মোঃ শহিদুল্লাহ (৪০), পিতা- মৃত আবুল বাশার, মাতা- মৃত নুরজাহান বেগম, ০২। মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা- মোঃ জাবের আহম্মদ, মাতা- শাখারা খাতুন, ০৩। মোঃ নোমান (২০), পিতা- মোঃ মনজুর আলম, মাতা- জয়নব বেগম, সর্ব সাং- ইউনুস আলী মাইজপাড়া, ০৩ নং ওয়ার্ড কালারমারছড়া ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার ৷ ০৪। মোঃ লোকমান হকিম (৫০), পিতা- মোঃ আলী আকবর, মাতা- আনোয়ারা বেগম, সাং- ঝাপুয়া মারকাঘোনা, ০৪ নং ওয়ার্ড, ০৩ নং কালারমারছড়া ইউপি, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার, ০৫। মোঃ আল আমিন (২২), পিতা- মোঃ জাফর আলম, মাতা- ধলু বেগম, দক্ষিন রাজঘাট, মাতারবাড়ী ০৩ নং ওয়ার্ড, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার।

ফাঁড়ীর ইনচার্জ বলেন, উক্ত আসামীদের বিরুদ্ধে মহেশখালী থানায় পৃথক পৃথক ০৩ টি মামলা রুজু করা হয়েছে। আসামীদের হেফাজত হইতে ০৩ টি চরঘেরা জাল ও ০১ টি নৌকা উদ্ধার করা হয়েছে। যার্ দৈর্ঘ ৩ হাজার ফিট ৷

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে