শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইন্দুরকানীতে পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ২০:১৩
আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৮
ছবি-যায়যায়দিন

পিরোজপুরের ইন্দুরকানীর চর সাউদখালীতে নারীদের নিয়ে পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুন নেছা সুমী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এইচডিটি পরিচালক মেহেদী হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রশিক্ষক আতিকুর রহমান ও কেয়া সিকদার, এইচডিটি প্রতিনিধি মশিউর রহমান, আরিফুর রহমান ও কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ।

প্রশিক্ষণ শেষে ২১ জন নারী কৃষকদের হাতে-কলমে বস্তায় আদা চাষের প্রক্রিয়া শেখানা হয় এবং পরিকল্পনা অনুযায়ী ২১০ বস্তা আদা চাষের জন্য জৈবসার, বস্তা, আদা এবং বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।

হেবিট্যাট ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) এর সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে