সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ২১:৫০
কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উপদাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, বিআরটিএ’র সহকারী পরিচালক কামরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্র অফিসার মোঃ আশরাফুল ইসলাম তালুকদার, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এতে ৩টি মামলা ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করার পাশাপাশি মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে শব্দদূষণে সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে