সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৫:১৪
সৈয়দপুরে পৌরসভা মেয়রের অপসারণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

অনিয়ম, দুর্নীতি ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের অপসারণের দাবিতে রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মেয়র রাফিকা আকতার জাহানের দুর্নীতি ও চরিত্রের কুকির্তি তুলে ধরে অপসারণের দাবিতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা বেগম ও জাহানারা বেগম, মেয়র রাফিকা আকতার জাহানের স্বামী মরহুম মুক্তিযোদ্ধা আকতার হোসেন বাদলের ছোট ভাইয়ের স্ত্রী লোপা বেগম, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাবু প্রমূখ।

এ কর্মসূচিতে পৌরসভার কাউন্সিলরদের মধ্যে শাহিন হোসেন, ইয়াসমিন বেগম, রুবিনা শাকিল, ফরহাদ হোসেন, জোবায়দুর রহমান শাহিনসহ মরহুম আকতার হোসেন বাদলের বোন ও ছোট ভাবি এবং সুবিধা বঞ্চিত এলাকার পুরুষ-মহিলারা অংশ নেন।

এ বিষয়ে জানতে মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে বলেন, এনিয়ে আমার কোনো বক্তব্য নেই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে