সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সাড়ে চারশত কেজি অবৈধ পলিথিন জব্দ করলো পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৫:৩৬
সাড়ে চারশত কেজি অবৈধ পলিথিন জব্দ করলো পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ

ঢাকা থেকে পদ্মাসেতু পার হয়ে ভাঙ্গামুখি এক্সপ্রেসওয়ে থেকে সারে চারশত কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ। শনিবার (২৭-এপ্রিল) সকালে নাওডোবার জমাদ্দার স্ট্যান্ড থেকে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ এই পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন ও ট্রাকের মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা ধরা হয়েছে।

এই ঘটনায় শনিবার পদ্মাসেতু দক্ষিণ থানায় ১০/৩৭ নম্বরের একটি মামলা দায়ের করা হয়েছে। পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় ট্রাক ড্রাইভার, হেল্পার ও "কালকিনি ট্রান্সপোর্ট" কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ ৩ জনকে আসামি করা হয়। তবে পলিথিনের মালিককে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অত্যন্ত সুকৌশলে অভিযান পরিচালনা করে ট্রাকটিকে আটক করি। এসময় ট্রাকচালক আমাদের চ্যালেঞ্জ করে বসলে আমরা কুরিয়ার সার্ভিসের লোক ডেকে এনে তার সামনে ঢেকে রাখা পলিথিন খুলে বের করি। পরে তাদের নামে মামলা দেয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে