সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের নিহদের ঘটনায় স্বামী গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৯:০৭
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের নিহদের ঘটনায় স্বামী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বাঁশঝাড় থেকে এক পোষাক শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি।

পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কৌশলে হত্যা করেন তার স্বামী। পরে তাকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, গেল রাতে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে নিহতের স্বামী অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নিহতের স্বামী ফিরোজ।

উল্লেখ্যঃ গেল শুক্রবার (২৬ এপ্রিল) সকালে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার বাঁশঝাড় থেকে আঞ্জু খাতুনের মরদেহ উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ। নিহত আঞ্জু খাতুন হলেন, গাইবান্ধা সদর থানার দক্ষিণ ঘাগুয়া গ্রামের মৃত মানোয়ার হোসেনের মেয়ে। সে আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে