সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ২৮ এপ্রিল ২০২৪, ১৯:১৭
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে রোববার সকালে র‌্যালি, আলোচনা সভা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদানের মাধ্যমে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাইলাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ ) মো. জাকির হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদসহ বিচার বিভাগের অন্যান্য বিচারক এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। আলোচনাসভা সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার তানিয়া আক্তার। পরে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে