সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

গোপালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লিটন মোল্যা নির্বাচিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ২১:৩২
গোপালপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লিটন মোল্যা নির্বাচিত

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ন্য পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে মোঃ লিটন মোল্যা মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৩ শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রার্থী মীর তকদীরুজ্জামান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫ শত ৪১ ভোট।

এছাড়াও মোঃ রাজীব হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২ ভোট, মোঃ খান লিটন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭ শত ৩৯ ভোট ও শেখ শাহীন হোসেন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ১ শত ৩৮ ভোট।

এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৫ শত ২৫ এর মধ্যে ভোট কাস্ট হয়,৫ হাজার ৮ শত ৯১ ভোট।এর মধ্যে বৈধ ভোট কাস্ট হয়েছে ৫ হাজার ৮ শত ২৬ ভোট এবং বাতিল হয়েছে ৬৫ টি ভোট।

ভোট গননা শেষে রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস বলেন যে, শান্তিপূর্ণ পরিবেশে গোপালপুর ইউনিয়নের ৯ কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বক্কর সিদ্দিকের মৃত্যু জনিত কারনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে