বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩
প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু আহমেদ (৩১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার ইজ্জত শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে কৃষক রাজু আহমেদ তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যান।

এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে আগে থেকেই সুইচটি বিদ্যুতায়িত হয়ে থাকা সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন বিষয়টি আমি শুনে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে