বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সারিয়াকান্দি ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২
সারিয়াকান্দি ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান

সারিয়াকান্দিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান হয়েছে।

সোমবার উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান।

উক্ত কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহাগ চৌধুরী, শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আলী হোসেন প্রমুখ।।

উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান । তিনি আরও বলেন, নির্বাচনকে সফলভাবে আয়োজনে প্রিজাইডিং অফিসারদের তৎপর থাকতে হবে, নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা মানতে হবে।

নির্বাচনকে সুষ্ঠু করতে প্রত্যেকটি কেন্দ্রে তাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যান্য অতিথিরাও তাদের বক্তব্যে উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং একইসঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে