মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ‘স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৪৫
ছবি: যায়যায়দিন

"একটাই লক্ষ্য হতে হবে দক্ষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে "স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল।মূল প্রবন্ধ পাঠ করেন চিফ ইনস্ট্রাক্টর (টেক) আরসি প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান স্মার্ট বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে দেশ‌ কারিগরি শিক্ষায় যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ছাড়া আমরা উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবোনা। স্মার্ট পৃথিবীর হৃদপিণ্ড হচ্ছে কারিগরি শিক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় বেশি বেশি ধাবিত করে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে