শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বামনায় তিন পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

বামনা ( বরগুনা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ২০:০২
বামনায় তিন পদে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

তৃতীয় ধাপে বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান(পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) এই তিন পদে ১৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার(২ মে) তৃতীয় ধাপের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে-৩, ভাইস চেয়ারম্যান (পুরুষ)-৭ ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-৩ প্রার্থীদের মনোয়ন পত্র জমা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ।

বামনা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়াামীলীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা, একই পরিষদের তিন বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুর রব মুর্তজা আহসান (মামুন) ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন মহারাজ। বামনা উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সারওয়ার, মো. শাহাদাৎ হোসেন (রাজু) জোমাদ্দার, উপজেলা সৈনিক লীগ সভাপতি ও সাবেক সেনাবাহিনী কর্মকর্তা (সার্জেন্ট) মো. আলমগীর হোসেন খান ও ব্যবসায়ি মো. আল-আমিন হাওলাদার।

এছারা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক- রুমি খানম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাজু, মহিলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মাৎ মাজেদা খাতুন ডলি।

জানাগেছে, আগামী ২৯ মে থেকে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। মোট ৪টি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে তৃতীয় ধাপেই রয়েছে বামনা উপজেলা পরিষদ নির্বাচন। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটার সংখ্যা-৬৬৪৪৪ জন। ২২ টি কেন্দ্রে ১৮১ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল এর শেষ সময় ২মে, যাচাই-বাছাই ৫মে, প্রত্যাহার ১২ মে, প্রতীক বরাদ্দ দিবেন নির্বাচন কমিশন ১৩ মে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, তৃতীয় ধাপের নির্বাচনে বামনা উপজেলায় ১৩জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা পেয়েছি। যাচাই বাছাই শেষে যারা টিকবে তারা এখানে নির্বাচনে অংশ নিবেন। আমরা আশা করছি প্রার্থীরা সকল প্রকার নির্বাচনী আচারন বিধি মেনে তাদের প্রচারনা চালাবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে