শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
  ০২ মে ২০২৪, ২০:০৩
দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা

আগামী ২৯মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে প্রাথীদের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার বিষটি নিশ্চত করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়নপত্র জমা দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা এরা হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ, খাদিজা বিনতে রোশন, আওয়ামী লীগ নেতা মোঃ লুৎফুর রহমান বাবুল, সাহিদা আক্তার, মোঃ আক্তারুজ্জামান ভূইয়া। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র অনলাইনে জমা দিয়েছেন প্রাথীরা হলেন - মোঃ আল- কাইয়ুম, এটি এম সাইফুল ইসলাম, মোঃ মোসলে উদ্দিন ভূইয়া, মোঃ সোলেমান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩জন প্রাথী এরা হলেন- নাজমা বেগম, সাহিদা আক্তার ডলি, শাহিনুর বেগম।

আগামী ৫ মে( রবিবার ) বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে (রবিবার), প্রতিক বরাদ্দ ১৩ মে (সোমবার), ভোটগ্রহণের কথা রয়েছে ২৯ মে (বুধবার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে