শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পূর্বধলায় বোরোধান কর্তন উৎসব ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ২০:০৯
পূর্বধলায় বোরোধান কর্তন উৎসব ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

নেত্রকোণার পূর্বধলায় গতকাল শনিবার নানা আয়োজনে বোরোধান কর্তন উৎসব ও উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের নায়পাড়া গ্রামে আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণার কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র, সহকারি কমিশনার ভুমি নাজনীন আখতার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর কবীর। এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: আইয়োব আলী, অন্যান্য কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় কৃষকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বাঙ্গালীর ধান কাটার ঐতিহ্য নিয়ে বিশেষ নৃত্য পরিবেশন করে একদল কোমলমতি শিক্ষার্থী। বোরো ধান কর্তন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর উন্নয়ন সহায়তার আওতায় ৪টি ধানকাটার হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়। বর্তমান বোরো মওসুমে এর আগে আরও ৪টি হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলমগীর কবীর জানান, এ বছর বোরো আবাদের লক্ষমাত্রা ২১ হাজার ৭৮০ হেক্টর থাকলেও তা ছাড়িয়ে ২১হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ও নিবিড় পরিচর্যায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে কৃষকরা ধানকাটায় ব্যস্ত সময় পার করছেন। হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তন করায় কৃষকরা সুফল পাচ্ছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে