শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রতীক পেয়ে ব্যপক প্রচারনায় ব্যস্থ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ২০:১৩
প্রতীক পেয়ে ব্যপক প্রচারনায় ব্যস্থ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন

প্রতীক পেয়ে ব্যপক প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন। তিনি এবারের নির্বাচনে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। গত বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার রাফিকুজ্জামান তার হাতে দোয়াত কলম প্রতীক তোলে দেন। প্রতীক পাওয়ার পরপরই কর্মীসমর্থকদের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল করতে দেখা গেছে। মাইকিং প্রচারানার পাশাপাশি পোষ্টার টানানো হচ্ছে বিভিন্ন এলাকায়। শুক্রবার সকাল থেকেই লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগে ব্যস্ত রয়েছেন আসাদুজ্জামান নয়ন। এ সময় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের পরে মুসল্লি ও মাদরাসার শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন এবং পূর্বধলা বাজারের ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন। পরে আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে নির্বাচনী সভা এবং হোগলা ইউনিয়নের সেহলা মাদরাসার মুহাতামিম মাও: আহমাদ হোসেন পীরসাহেব ও অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। পরে আরও কিছু এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন এই প্রার্থী। এসময় তিনি তার প্রতীক দোয়াত কলম মার্কায় ভোট চান এবং নানা উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করার প্রতিশ্রæতি প্রদান করেন। উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এরশাদ হোসেন মালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান বকুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আইয়োব আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, উপজেলা যুবলীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান মুজিবুর, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অন্যান্য আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আসাদুজ্জামান নয়নের পক্ষে কাজ করে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যান পদে উপজেলায় অন্য যারা প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটরসাইকেল), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু (আনারস), বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলী লীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া)। আগামী ২১ মে এখানে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে