শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাঁথিয়ায় বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে কাজিসহ দুইজন গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৪, ২০:১৫
সাঁথিয়ায় বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে কাজিসহ দুইজন গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় জন্মসনদ জাল করে বাল্য বিয়ে রেজিস্ট্রি করার অভিযোগে আর আতাইকুলা ইউনিয়নের কাজিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ওই ইউনিয়নের কাজি হাসিবুর রহমান রুমি ও বরের বাবা আবুল কালাম।

থানা সূত্রে জানা যায়, আর আতাইকুলা ইউপির কাজি হাসিবুর রহমান রুমি পাবনা সদর থানার তেলিগ্রামের ওসমান গনির ১৫ বছরের নাবালিকা মেয়ের জন্মসনদ জাল করে সাঁথিয়া উপজেলার তেলকপি গ্রামের আবুল কালামের প্রবাসী ছেলে মিরাজের সাথে বিয়ে রেজিস্ট্রি করেন। এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে ০৪ জন নামীয়সহ অজ্ঞাত কয়েকজনের নামে আতাইকুলা থানায় মামলা করেন। পুলিশ পরদিন কাজি হাসিবুর রহমান রুমি ও বরের বাবা আবুল কালামকে আটক করে। শুক্রবার তাদেরকে আদালতে প্ররণ করা হয়েছে। আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, ভুয়া জন্মসনদ তৈরি করে বাল্য বিয়ে দেয়ায় কাজিকে ও সহযোগিতার জন্য বরের পিতাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বর সিরাজসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে