রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পলাশবাড়ীতে দিনব্যাপী কৃষি বিষয়ক ওয়ারেন্টেশন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ২০:৫১
ছবি-যায়যায়দিন

গাইবান্ধার পলাশবাড়ীতে দিনব্যাপী কৃষি বিষয়ক ওয়ারেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) দুপুরে পৌরশহরের উদয়সাগর গ্রামে এ ওয়ারেন্টেশনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: খোরশেদ আলম।

তিনি বলেন, আমরা ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে প্রতিটি এলাকার প্রত্যেক কৃষকদের কৃষি নানা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছি। প্রত্যেক কৃষককে একজন উপসহকারি কৃষি কর্মকর্তা- বিএস হিসিবে গড়ে তুলতে চাই।

ফিল্ড স্কুল কার্যক্রমেরর মাধ্যমে কৃষি বিষয়ক প্রতিটি ক্ষেত্রে তারা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এতে আগামি কৃষিতে বিপ্লব ঘটবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, উপসহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন ও শাবানা খাতুন প্রমুখ। দিনব্যাপী ওয়ারেন্টেশনের ৫০ জন কৃষক-কৃষাণি অংশ নেন।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় এ কার্যক্রম পরিচালনা করেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে