বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : নিতাই রায় চৌধূরী

ঝিনাইদহ প্রতিনিধি
  ১৭ মে ২০২৪, ১৮:৪১
সরকার গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : নিতাই রায় চৌধূরী
ছবি-যায়যায়দিন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধূরী বলেছেন, বিএনপি কোন বিপ্লবী দল নয়, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা পঙ্গু করে ফেলেছে।জনগণের দল হিসেবে বিএনপি এই সরকারের আমলে কোন নির্বাচনে অংশ না নিয়ে সঠিক কাজটিই করেছে। যে নির্বাচনে ৫% ভোটও পড়ে না, সেই নির্বাচন দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে আবারো প্রত্যাখান করবে। বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী

শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণকালে এ সব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তিনি শৈলকুপার কবিরপুর, পাইলঠ স্কুল মোড়, উপজেলা পরিষদ চত্বর, গাড়াগঞ্জ, ভাটইসহ বিভিন্ন বিভিন্ন স্থানে ভোট বর্জনের সমর্থনে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এমএ মজিদ, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা এ্যাড মুন্সি কামাল আজাদ পাননু, এনামুল হক মুকুল, আসিফ ইকবাল মাখন, শৈলকুপা থানা বিএনবির সভাপতি আবুল হোসেন, পৌর বিএনপির নেতা আবু তালেব, আলী রেজা চুন্নু, সাবেক পৌর মেয়র খলিলুর রহমান ও শৈলকুপা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড হুমায়ন বাবর ফিরোজ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার নির্বাচনে বিশ্বাসী নয়। তাই তারা ক্ষমতা জবরদখল করে দেশের সকল নির্বাচন একদললীয় ভাবে সম্পন্ন করে দেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করছে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন আগামী ২১ মে শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদ ও আসন্ন ঝিনাইদহ-১ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আপনারা আগের মতোই বর্জন করে বিএনপির আন্দোলনের প্রতি আকুন্ঠ সমর্থন জানাবেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে