আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল শাখার উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. রেদোয়ান উল্লাহ।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মাদ ইসহাক মিয়া, মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও কালাইয়া ট্রাকষ্টান্ড শ্রমিক ফেডারেশন একটি র্যালি বের করেন।