নওগাঁর রাণীনগরে পুকুর থেকে মাটি খননের পর ভরাট করা জায়গা থেকে লক্ষী নারায়নের একটি তথাকথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার রাতোয়াল বাজার থেকে এই মূর্তি উদ্ধার করে থানাপুলিশে জমা দিয়েছে স্থানীয়রা।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,রাতোয়াল গ্রামের শুকবর আলীর ছেলে খোকন মন্ডলের পুকুর থেকে মাটি খনন করে রাতোয়াল বাজারে একটি জায়গা ভরাট করে। শনিবার সকালে ভরাটকৃত ওই জায়গায় মাটি ভেঙ্গে সমতল করার সময় মূর্তিটি দেখতে পায় শ্রমীকরা।
পরে থানায় খবর দিলে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তিনি বলেন, ১৪কেজি ৭০০গ্রাম ওজনের ওই লক্ষী নারায়ন মূর্তিটি আইন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেয়া হবে।
তবে মূর্তিটির কত দাম হতে পারে তা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
যাযাদি/ এম