রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, বগি রেখে গন্তব্যে যাত্রা 

গাজীপুর প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ১০:০৫
ছবি-যায়যায়দিন

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আধ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার মোঃ হানিফ আলি জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, আর ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেল স্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই তুরাগের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের একটি লাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল সড়কে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকা উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে