রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

শিশু কল্যানে বাজেট বরাদ্ধকরণ শীর্ষক আলোচনা সভা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ১৯:১৯
ছবি যাযাদি

ময়মনসিংহের মুক্তাগাছা শিশু কল্যানের জন্য বাজেট বরাদ্দকরন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মুক্তাগাছা সাউথ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু ও যুব ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর এসিও সিনিয়র মেনেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার মার্শেল রংদী, ইউপি সদস্যবৃন্দ, শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি সদস্যবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, শিশু ফোরাম একটি সেচ্ছাসেবী সংগঠন যা শিশুদের নিয়ে কাজ করে, শিশুদের প্রতি সহিংসতা বন্ধকরন, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, সকল শিশুর ডিজিটাল জন্ম নিবন্ধন নিশ্চিত করাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে।

শিশু কল্যানের জন্য শিশু ফোরামের নিজস্ব কোন বাজেট নেই। তাই চলতি অর্থ বছরের বাজেট রাখার জন্য ইউপি চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে