শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সৈয়দপুরের তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৭ মে ২০২৪, ২১:০৩
ছবি-যায়যায়দিন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের তিন শিক্ষার্থী নেপালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের ‘৫ম সাউথ এশিয়া সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ’ ২০২৪ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করে দেশের সুনাম বয়ে আনায় সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।

তিন শিক্ষার্থীরা হলেন- ববিতা রানী রায়, আইরিন খাতুন ও নিপা সরকার।

সোমবার (২৭ মে) সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন তিন নারী খেলোয়াড়ের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সৈয়দপুর সরকারি কলেজের সাবেক শরীরচর্চা বিষয়ক শিক্ষক আহসাব উদ্দিন বাদলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান বদিয়ার প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে তিন নারী কৃতি খেলোয়াড়ের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে