চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জনের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জনের পক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান সাংবাদিকদের জানান, ১ জুন থেকে এ জেলার ৪টি উপজেলা ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৫৩১ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৮ হাজার ১৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৮৯৬টি অস্থায়ী ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ১৪২ জন স্বাস্থ্য সহকারী ও ১৪৮ জন পরিবার কল্যাণ সহকারী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা.ফাতেহ আকরাম, পুষ্টি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল-মামুন, জেলা ইপিআই সুপারেনটেন্ড মনোয়ার হোসেন ও সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।