সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মহম্মদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  ০১ জুন ২০২৪, ১৯:১৬
মহম্মদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ছবি যাযাদি

মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের ৩১ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সেই লক্ষ্যে শনিবার (পহেলা জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশুকে ওই ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৌমেন সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার মাহমুদ, ডাক্তার অনিক মৌলিক উপস্থিত ছিলেন।

সুত্র জানায়, উপজেলার ১৯৩টি কেন্দ্রে ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রঙের একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে