বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফেনীর ছাগলনাইয়া নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ফেনী প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ১০:৫২
ফেনীর ছাগলনাইয়া নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ছবি: যায়যায়দিন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এতে চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ৮টায় উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৬৪৯ জন এবং নারী ভোটার ৮১ হাজার ৩৫১ জন। ৩য় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৪২৫ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি আর ৩৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ নির্ধারণ করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি হাতেগোনা। কয়েকজন করে ভোটার আসছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন। ছিল না ভোটারদের চিরচেনা লাইনও।

রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ বলেন, প্রতিটি কেন্দ্রে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সকল প্রস্তুতি রয়েছে। নির্বাচনে ৪৩০জন পুলিশ, আনসার ও বিডিপি ৮২৮ জন, বিজিবি-৩ প্লাটন, র‍্যাব-৭ ২টি টিম সার্বক্ষণিক তাহলে রয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে