বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৬ জুন ২০২৪, ১৫:১৫
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে যুবদল নেতা মো. আল-জাবের ওরফে জাবেদ আহমেদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি নেতা ফারুক আহমেদ বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। আনারস প্রতীকে শাহাদাৎ হোসেন শোভন পেয়েছেন ৯২৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৮৪১৪ ভোট। মোঃ হেলাল উদ্দিন জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ছোট ভাই।

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহবায়ক মোঃ আল-জাবের ওরফে জাবেদ আহমেদ (আনারস প্রতীক) ৪৫১৩৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৮৯৮৫ ভোট।

নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফারুক আহমেদ (আনারস) ৫৮৩৪৭ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৫৬৮১ ভোট।

ভোট গননা শেষে রাতে নির্বাচনে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল-মামুন বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে